Saturday, August 27, 2022

বিশুদ্ধ তাওয়াল্লুদ শরীফ দ্বারা পবিত্র মিলাদ শরীফ পাঠের নিয়ম, বাংলা, উর্দু শের সহ

শুরুতে সোওয়াব রেসানি করবেনঃ প্রথমে আউযুবিল্লাহ বিস্মিল্লাহ সহ সূরাহ ফাতিহা ১ বার, বিস্মিল্লাহ সহ সূরাহ ইখলাস ৩ বার, ফালাক্ব-নাস এক বার করে পাঠে করে। ১২ বার ইস্তেগফার (أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ)

অতঃপর

أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

অতঃপরঃ (یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَتۡکُمۡ مَّوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَ شِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ ۬ۙ وَ ہُدًی وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَ بِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ)

অতঃপরঃ (لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡهِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ فَاِنۡ تَوَلَّوۡا فَقُلۡ حَسۡبِیَ اللّٰهُ ۫٭ۖ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ) (আল কুরআন ৯/১২৮-১২৯)

অতঃপরঃ (مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمۡ وَ لٰکِنۡ رَّسُوۡلَ اللّٰہِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ کَانَ اللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا) (আল কুরআন ৩৩/৪০)

অতঃপরঃ (اِنَّ اللّٰہَ وَ مَلٰٓئِکَتَہٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡہِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا) (আল কুরআন ৩৩/৫৬)

অতঃপর পাঠ করতে পারেনঃ

ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

শরীফ ও মদিনার গলি যেথায় আপনার চরণধূলি
আনতে দিন আমরারে তুলি
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

বড়া নবী কিয়ামাতকি উম্মত হামকো সালামাত কি
দেখাও কিস্তি শাফায়াৎ কি ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

জারা চেহরে সে পারদা কো উঠাওয় ইয়া রসূলাল্লাহ
হামে ভি আপনা দিওয়ানা বানা দো ইয়া রসূলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

মুহাব্বাৎ গেহরোসে মেরী ছুড়া দো ইয়া রসূলাল্লাহ
সোয়ে হুয়ি কিসমত হামারি জাগা দো ইয়া রসূলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

বাড়ি কিসমত হ্যায় হামারি কে উম্মত ম্যায় হ্যায় আপকি
ভারসা দ্বীন ও দুনিয়ামে আপহিকিই ইয়া রসূলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

আন্ধেরি কব্রমে মুঝে আকেলি ছোঁড় কে জায়েঙ্গে
ওয়াহা হো উজালা আপকি ফাজাল সে ইয়া রসূলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

খোঁদা মুঝকো মাদিনে ম্যায় জো পৌছায়ে তো ব্যাহতের হ্যায়
কে রওজে পার জা কার দে দো জান মেরি ইয়া রসূলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রসূলাল্লাহ।

اللَّهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ

কুল কা’য়িনাত সবাই বলেন, আজকে মোদের ঈদের দিন। এ জমিনে তাশরীফ আনলেন রহমাতুল্লিল আলামীন।
কুল কা’য়িনাত সবাই বলেন, আজকে মোদের খুশির দিন। এ জমিনে তাশরীফ আনলেন রহমাতুল্লিল আলামীন।

اللَّهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ

গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে, উম্মত হইয়া চিনলাম নারে, দুঃখ রইলো মনেতে।
গাছে দেখলো মাছে দেখলো, দেখলো বনের হরিণে, উম্মত হইয়া দেখলো নারে, দুঃখ রইলো মনেতে।

اللَّهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ

উড়িয়া যাওরে বাংলার হাওয়া, তুমি উড়িয়া যাওরে মদিনায় আমরার সালাম পৌছাই দিও দয়াল নবীর পাঁক রওজায়
উড়িয়া যাওরে বাংলার হাওয়া, তুমি উড়িয়া যাওরে মদিনায় আমরার সালাম পৌছাই দিও নূর নবীজির পাঁক রওজায়

اللَّهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلَانَ مُحَمَّدٍ

অতঃপর কিছুক্ষন কলবি যিকর করবেনঃ (لَآ اِلٰهَ اِلَّا اللهُ) যখন শেষ করবেন তখন পড়বেন

(لَآ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلَ الله- صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ)

অতঃপর

أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

نَحمَدُهُ نُصَلِّ وَ نَصَلِّمُ عَلَی رَسُوۡلَهِ الكَرِيم وَ عَلٰ آلِهِ وَأصْحَابِهِ أجْمَعِينْ

وَلَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرَانِ عَلَى أَشْهُرٍ وَ عَلَى مَشْهُوْرِ الْأَقْوَالِ الْمَرْضِيَّةْ، تُوُفِّيَ بِالْمَدِيْنَةِ الْمُنَوَّرَةِ الشَّرِيْفَةِ أَبُوْهُ عَبْدُ اللهْ عَلَيْهِ ٱلسَّلَامُ وَكَانَ قَدِ اجْتَازَ بِأَخْوَالِهِ بَنِيْ عَدِيٍّ مِنَ الطَّائِفَةِ النَّجَّارِيَّةْ، وَمَكَثَ فِيْهِمْ شَهْرًا سَقِيْمًا يُعَانُوْنَ سُقْمَهُ وَشَكْوَاهُ

وَلَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّاجِحِ تِسْعَةُ أَشْهُرٍ قَمَرِيَّةٍ، وَآنَ لِلزَّمَانِ أَن يَّنْجَلِيَ عَنْهُ صَدَاهُ حَضَرَ أُمَّهُ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ مَوْلِدِهِ آسِيَةُ ومَرْيَمُ عَلَيْهِمَا السَّلاَمُ فِيْ نِسْوَةٍ مِنَ الْحَظِيْرَةِ الْقُدْسِيَّةِ وَأَخَذَهَا الْمَخَاضُ فَوَلَدَتْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُوْرًا يَتَلَأْلَأُ سَنَاهُ

কিতাব সূত্রঃ (مَولد البَرْزَنْجِي)

صَلَّى ٱللّٰهُ عَلَ مُحَمَّدٌ
صَلَّى ٱللّٰهُ عَلَيهِ وَسَلَّمَ
صَلَّى ٱللّٰهُ عَلَ رَسُوْلَ الله
صَلَّى ٱللّٰهُ عَلَيهِ وَسَلَّمَ

اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی الله
صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ

দিদার হো রওজেকি তামান্না দিলমে হো ইয়েহি তারানা হো ক্যায়সে মাদিনা যানা ব্যকুল হ্যায় দিলে দিওয়ানাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی اللهِ - صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ)

আরশো কা ক্বাবা মদিনা, পরশো কা ক্বাবা মদিনা ক্বাবাতুল ক্বাবা মদিনা জান্নাত কা নকশা মাদিনাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی اللهِ - صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ)

গিরনে ওয়া-লোকো সামাহালো মরণে ওয়ালোকো বাঁচালো ক্বয়েদ ছে হামকো ছুড়ালো আপনি দামান মে ছুপালোঃ(اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی اللهِ - صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ)

সায়্যিদে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ....................!

মদিনার সবুজ মিনারে ডেকে নিন আপনার কিনারে চুমিবো মুবারক ক্বদম এই আশা গোলামের অন্তরেঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی اللهِ - صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ)

আপনি তো শাহে মাদিনা গোলাম যে আপনার দিওয়ানা দিদারে রওজা পাকে নিয়ে যান শোনার মাদিনাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِبَ الله - اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَابِی اللهِ - صَلَوَاتُ اللهِ عَلٰيْكُمْ)

ইয়া রব্বি ছল্লি ওয়া সাল্লিম দায়িমান আবাদান আবাদ, খয়রি খলক্বি কুল্লিহিম, ভেজ আয় রব মেরে দূরূদ আওর সালাম বর গুযীদা নবী পর আপনি মুদাম। ছ্বল্লিমু ইয়া ক্বাওমুবাল ছল্লু আ'লা ছ্বদরীল আমীন। মুসত্বফা মা জা'য়িল্লা রহমাতাল্লিল আ'লামীন।

বালাগাল উলা বিকামালিহি + কাশাফাদদুজা বিজামালিহি। হাসুনাত জামিইউ খিছলীহি + ছল্লু আলাইহি ওয়া আলিহি। আত্বিরিল্লাহুম্মা ক্বাবরাহুল কারীম, বিআরফী শাযয্যিয়্যাম ছ্বলাতিউ ওয়া তাসলীম। আল্লাহুমা ছ্বল্লি ওয়া সাল্লীম ওয়া বারিক আলাইহ।

অতঃপর, দোয়া শুরু করবেন মহান আল্লাহ তাআলার প্রশংসা দিয়েঃ

(سُبْحَانَ اللہِ وَالْحَمْدُ لِلّٰہِ وَ لآ اِلٰہَ اِلَّا اللہُ وَاللہُ اَکْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّۃَ اِلَّا بِاللہِ الْعَلِیِّ الْعَظِیْمِ)

(اَللَّهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا وَ مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَىٰ اٰلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَبَارِكْ وَسَلِّمْ
اَللّٰهُمَّ صَلِّ عَلَىٰ رُوْ حِ مُحَمَّدٍ فِي الْاَرْوَاحِ وَعَلَىٰ جَسَدِهِ فِي الْاَجْسَادِ وَعَلَىٰ قَبَرِهِ فِي الْقُبُوْرِ
اَللّٰهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ مَعْدَنِ الْجُوْدِ وَالْكَرَمِ وَ عَلَىٰ اٰلِهٖ وَبَارِكْ وَسَلِّمْ)

আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লা-হা গফূরুর রহিম দয়া করে মাফ করে দিন আমি ও আমার মা-বাবা, ভাই-বোন, বন্ধ বান্ধব, আত্বিয় স্বজন, যাদের ঈমানদারির জন্যে আমি তাদের মুহব্বত করি, এবং তারাও আমাকে মুহব্বত করেন। আয় মহান আল্লাহ পাক, দয়া করে আমি তাদের সকলের সংসারে সুখ ও শান্তি দিন, অভাব অনটন দূর করে দিন, আর্থিক সচ্ছলতা দিন, দ্বীনি আমল আখলাক ও ঈমানকে মুকাম্মিল করার তৌফিক দিন, আমাদের সবাইকে গাফলতি থেকে হেফাজত করুন, আমাদের মধ্যে যাদের সঙ্গি নাই তাদের উত্তম দ্বীনদার সঙ্গি দান করুন, আমরা যারা বিবাহিত তাদের আহাল/আহলিয়াদের মুমিন মুমিনা ও মুহব্বত কারী হিসেবে নসীব করুন।

আমাদের বাচ্চাদের হেফাজতে রাখুন, জিনা থেকে, বিপদ আপদ, বালা-মুসিবত, দুর্ঘটনা থেকে, অসুস্থতা থেকে। আমাদের মাতা-পিতাকে ক্ষমা করে আখিরাতে নিঃশর্ত মুক্তি দান করবেন। আর মালিক, আমাদের খাটি মুমিন, মুমিনা বানিয়ে দিন, দ্বীন দুনিয়া আখিরাতের উত্তমটাই নসীব করুন, আমাদের জুনুবি হালে মৃত্যু দিবেন না, আমাদের নাপাক অবস্থায় মৃত্যু দেবেন না, আমাদের মাজুর এর হালতে নাপাক অবস্থায় মৃত্যু দেবেন না, আমাদের নাপাক স্থানে মৃত্যু দেবেন না, বরং মালিক আমাদের ঈমানের সহিত মৃত্যু দিবেন পাক পবিত্র অবস্থায় অজুর সহিত জিহাদের ময়দানে।

আয় আল্লাহ পাক আমাদের যারা পিতা, মাতা, ভাই, বোন আমাদের দ্বীনের বিপরীত এ, আমাদের শান্তিতে ঈমানের সিমানায় থেকে জীবনযাপন এর পথে বাধা হয়ে আছেন, তাদেরকে পরিবর্তন করুন, মুখলিস বানিয়ে দিন।

আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ছাড়াও আপনার আরো অনেক বান্দা আছেন মালিক, কিন্তু মালিক আপনি ছাড়াযে আমার আর কোন রব নাই, মালিক নাই। আপনি ছাড়া যে মনের দুঃখ, কষ্ট, যন্ত্রনা বলার আর কোন যায়গা নাই, শোনার-ও কেউ নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিই তো মালিক বলেছেন যে, অভাবি, ফকির, মিসকিন, বিপদগ্রস্তকে তাড়িয়ে দিয়ো না তোমাদের নিকট এলে, তাহলে সেই আপনিই কিভাবে মালিক আমরা অভাবিদের (ইল্ম, আওলাদ, উত্তম দ্বীনদার আহাল/আহলিয়া ভিক্ষা চাওয়ার বিপরিতে) খালি হাতে তাড়িয়ে দিবেন মালিক? অতএব দয়া করুন মালিক, আমাদের দোয়া কবুল করুন। আর মালিক আমাদের সবাইকে জিহাদের মাঠে শহীদি মর্যাদায় বীরের মতো মৃত্যু দিবেন, আমিন।

(اَللَّهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا وَ مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَىٰ اٰلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَبَارِكْ وَسَلِّمْ
اَللّٰهُمَّ صَلِّ عَلَىٰ رُوْ حِ مُحَمَّدٍ فِي الْاَرْوَاحِ وَعَلَىٰ جَسَدِهِ فِي الْاَجْسَادِ وَعَلَىٰ قَبَرِهِ فِي الْقُبُوْرِ
اَللّٰهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ مَعْدَنِ الْجُوْدِ وَالْكَرَمِ وَ عَلَىٰ اٰلِهٖ وَبَارِكْ وَسَلِّمْ)

(بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ اِهۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡهِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡهِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ)

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ

এডমিন

আমার লিখা এবং প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বে আইনি।

0 ফেইসবুক: