প্রথমে আউযুবিল্লাহ বিছমিল্লাহ সহ ছুরাহ ফাতিহা শরীফ ১
বার, বিছমিল্লাহ শরীফ সহ ছুরাহ ইখলাছ শরীফ ৩ বার, ফালাক্ব-নাছ শরীফ এক বার করে
পাঠে করে, ১২ বার ইস্তিগ্বফার
(أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ
الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ) (তিরমিঝি শরীফ
৩৫৭৭) অতঃপর
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
অতঃপর পাঠ করবেনঃ
(یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَتۡکُمۡ مَّوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَ شِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ ۬ۙ وَ ہُدًی وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَ بِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ)
(لَقَدۡ جَآءَکُمۡ رَسُوۡلٌ مِّنۡ اَنۡفُسِکُمۡ عَزِیۡزٌ عَلَیۡهِ مَا عَنِتُّمۡ حَرِیۡصٌ عَلَیۡکُمۡ بِالۡمُؤۡمِنِیۡنَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ فَاِنۡ تَوَلَّوۡا فَقُلۡ حَسۡبِیَ اللّٰهُ ۫٭ۖ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ)
(اِنَّ اللّٰہَ وَ مَلٰٓئِکَتَہٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡہِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا)
অতঃপর পাঠ করবে
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
শরীফ ও মদিনার গলি যেথায় আপনার
চরন ধূলী
আনতে দিন আমরারে তুলি
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
বড়া নবী কিয়ামাতকি উম্মত হামকো ছালামাত কি
দেখাও কিস্তি শাফায়াৎ কি ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
জারা চেহরে সে পারদা কো উঠাওয় ইয়া
রছুলাল্লাহ
হামে ভি আপনা দিওয়ানা বানা দো ইয়া
রছুলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
মুহাব্বাৎ গেহরোসে মেরী ছুড়া দো
ইয়া রছুলাল্লাহ
সোয়ে হুয়ি কিসমত হামারি জাগা দো
ইয়া রছুলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
বাড়ি কিসমত হ্যায় হামারি কে উম্মত
ম্যায় হ্যায় আপকি
ভারসা দ্বীন ও দুনিয়ামে আপহিকিই
ইয়া রছুলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
আন্ধেরি কব্রমে মুঝে আকেলি ছোঁড়
কে জায়েঙ্গে
ওয়াহা হো উজালা আপকি ফাজাল সে ইয়া
রছুলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া
হাবীব ইয়া রছুলাল্লাহ।
খোঁদা মুঝকো মাদিনে ম্যায় জো
পৌছায়ে তো ব্যাহতের হ্যায়
কে রওজে পার জা কার দে দো জান
মেরি ইয়া রছুলাল্লাহ
ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ, ইয়া
হাবীব ইয়া হাবীবাল্লাহ
শাফায়াৎ কি জিয়ে নিল্লাহ, ইয়া হাবীব ইয়া রছুলাল্লাহ।
আল্লাহুম্মা ছ্বল্লি
য়ালা ছাইয়্যিদিনা নবীজি
নবী আনা, শাফি আনা, মাওলানা হাবীবি
কুল কা’য়িনাত
সবাই বলেন, আজকে মোদের ঈদের দিন। এ জমিনে
তাশরীফ আনলেন রহমাতুল্লিল আলামীন।
কুল কা’য়িনাত সবাই বলেন, আজকে মোদের খুশির দিন। এ জমিনে তাশরীফ আনলেন রহমাতুল্লিল আলামীন।
আল্লাহুম্মা ছ্বল্লি য়ালা
ছাইয়্যিদিনা নবীজি
নবী আনা, শাফি আনা, মাওলানা হাবীবি
গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে, উম্মত হইয়া চিনলাম নারে, দুঃখ রইলো মনেতে
গাছে দেখলো মাছে দেখলো, দেখলো বনের হরিণে, উম্মত হইয়া দেখলো নারে, দুঃখ রইলো মনেতে
আল্লাহুম্মা ছ্বল্লি য়ালা
ছাইয়্যিদিনা নবীজি
নবী আনা, শাফি আনা, মাওলানা হাবীবি
উড়িয়া যাওরে বাংলার হাওয়া, তুমি উড়িয়া যাওরে মদিনায় আমরার ছালাম পৌছাই দিও দয়াল নবীর পাঁক রওজায়
উড়িয়া যাওরে বাংলার হাওয়া, তুমি উড়িয়া যাওরে মদিনায় আমরার ছালাম পৌছাই দিও নূর নবীজির পাঁক রওজায়
আল্লাহুম্মা ছ্বল্লি য়ালা ছাইয়্যিদিনা
নবীজি
নবী আনা, শাফি আনা, মাওলানা হাবীবি
অতঃপর কিছুক্ষন কলবি যিকর করবেনঃ (لَآ اِلٰهَ اِلَّا اللهُ) যখন শেষ করবেন তখন পড়বেন (لَآ اِلٰهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ- صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَ اٰلِهِ وَسَلَّمَ)
অতঃপর
أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰانِ الرَّجِيْمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
نَحْمَدُهُ وَنُصَلِّي وَنُسَلِّمُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ وَعَلَى
آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ
وَلَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَ اٰلِهِ وَسَلَّمَ شَهْرَانِ عَلَى أَشْهُرٍ وَعَلَى مَشْهُورِ الْأَقْوَالِ الْمَرْضِيَّةِ، تُوُفِّيَ بِالْمَدِينَةِ الْمُنَوَّرَةِ الشَّرِيفَةِ أَبُوهُ عَبْدُ اللَّهِ عَلَيْهِ ٱلسَّلَامُ، وَكَانَ قَدِ اجْتَازَ بِأَخْوَالِهِ بَنِي عَدِيٍّ مِنَ الطَّائِفَةِ النَّجَّارِيَّةِ، وَمَكَثَ فِيهِمْ شَهْرًا سَقِيمًا يُعَانُونَ سُقْمَهُ وَشَكْوَاهُ
وَلَمَّا تَمَّ مِنْ حَمْلِهِ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّاجِحِ تِسْعَةَ أَشْهُرٍ قَمَرِيَّةٍ، وَآنَ لِلزَّمَانِ أَنْ يَنْجَلِيَ عَنْهُ صَدَاهُ، حَضَرَتْ أُمُّهُ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ مَوْلِدِهِ آسِيَةُ وَمَرْيَمُ عَلَيْهِمَا السَّلَامُ فِي نِسْوَةٍ مِنَ الْحَظِيرَةِ الْقُدْسِيَّةِ، وَأَخَذَهَا الْمَخَاضُ، فَوَلَدَتْهُ أُمُّهُ النَّبِيُّ صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَ اٰلِهِ وَسَلَّمَ نُورًا يَتَلَأْلَأُ سَنَاهُ
صَلَّى ٱللّٰهُ عَلَى رَسُولِ اللَّهِ
صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى ٱللّٰهُ عَلَى نَبِيِّ اللَّهِ
صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ
صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ
ত্বলা আল বাদরু য়া’লাইনা, মিন ছানিইয়্যা তিল ওয়াদা’য়, ওয়াজাবাশ শুক’রু য়া’লাইনা মা দা ‘য়া লিল্লাহি দা’য়। (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা, জিইতা বি’ল-আমরিল মুত্ব'য়া, জিইতা শার’রাফ তা’ল-মাদিনা, মারহাবান্ন ইয়া খইরা দা’য়। (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
দিদার হো রওজেকি তামান্না দিলমে হো ইয়েহি তারানা হো ক্যায়সে মাদিনা যানা ব্যকুল হ্যায় দিলে দিওয়ানাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
আরশো কা ক্বাবা মদিনা, পরশো কা ক্বাবা মদিনা ক্বাবাতুল ক্বাবা মদিনা জান্নাত কা নকশা মাদিনাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
গিরনে ওয়া-লোকো সামাহালো মরণে ওয়ালোকো বাঁচালো ক্বয়েদ ছে হামকো ছুড়ালো আপনি দামান মে ছুপালোঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
ছায়্যিদে ইয়া রছুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
মাখজানে আনোয়ারে সিনা, ইলমো হিকমত কা খজিনা, আতর সে বেহতর পসিনা, আয় গুলে বাগে মদিনাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
মদিনার সবুজ মিনারে ডেকে নিন আপনার কিনারে চুমিবো মুবারক ক্বদম এই আশা গোলামের অন্তরেঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
আপনি তো শাহে মাদিনা গোলাম যে আপনার দিওয়ানা দিদারে রওজা পাকে নিয়ে যান শোনার মাদিনাঃ (اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُولَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيبَ اللَّهِ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِيَّ اللَّهِ صَلَوَاتُ اللَّهِ عَلَيْكُمْ)
(يَا رَبِّي صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمْ) ইয়া রব্বি ছ্বল্লি ওয়া ছাল্লিম দাইমান্ন আবাদান্ন য়া'লা হাবিবিকা খয়রিল খলক্বি কুল্লিহিম, (بھیجو اے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدم) ভেজ আয় রব মেরে দূরূদ আওর ছালাম বরগুযীদা নাবীপার আপনি মুদাম। (سَلِّمُوا يَا قَوْمُ بَلْ صَلُّوا عَلَى صَدْرِ الْأَمِينِ الْمُصْطَفَى مَا جَاءَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ) ছাল্লিমু ইয়া ক্বওমুবাল ছ্বল্লু য়া’লা ছ্বদরীল আমীন, মুছ্বত্বফা মা যা’আ ইল্লা রহমাতাল্লিল য়া’লামীন।
(بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ خِصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَآلِهِ) বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদদুযা বিযামালিহি, হাছুনাত জামিই’য়ু খিছ্বলীহি ছ্বল্লু য়ালাইহি ওয়া আলিহ। (عَطِّرِ اللَّهُمَّ قَبْرَهُ الْكَرِيمَ بِأَرْيَحِ شَذًا، هَذِهِ صَلَاتِي وَتَسْلِيمِي اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ) য়া’ত্ত্বিরিল্লাহুম্মা ক্ববরহুল কারীমা বি আর ইয়াহি শাজা, হাজিহি ছ্বলাতিউ ওয়া তাছলীইমিই, আল্লাহুমা ছ্বল্লি ওয়া ছাল্লীম ওয়া বারিক আলাইহ।
0 ফেইসবুক: