Monday, July 14, 2025

শাতিম ছ্বলাফি ইমাম নূর রহমান বনাম মুক্তাদি ছুন্নী উম্মত আশিকে রছুল বিল্লাল হোসেন

এক উগ্রপন্থী ছ্বলাফি টেলিগ্রামে পোষ্ট করেছে, “গতকাল জুমার নামাজের সময় চাঁদপুরে ইমামকে কুপিয়ে জখম, উগ্র মাজারপূজারী আটক।

চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজের খুতবার সময় খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক উগ্র মাজারপূজারী ঘটনাটি ঘটে শুক্রবার, নামাজের খুতবার সময়হামলাকারী বিল্লাল হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে স্থানীয় মুসল্লিরা পুলিশের কাছে সোপর্দ করেনবর্তমানে আহত খতিবকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খতিব মাওলানা নূর রহমান মাদানী চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদির বাসিন্দা ও উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম অন্যদিকে, আটক হওয়া হামলাকারী মো. বিল্লাল হোসেন শহরের বকুলতলা এলাকার বাসিন্দা এবং উগ্র মাজারপূজার মতাদর্শে বিশ্বাসী বলে জানা গেছে ঘটনাটি এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে

এম ডি লোকমান, নামের আরেক উগ্রপন্থী ছ্বলাফি ছেলে টেলিগ্রামের একটি চ্যানেলে কমেন্ট করেছেঃ যে কুপাইছে এটা এক শিন্নিখুর মাজার পুজারি সন্ত্রাসী, ইমাম সাহেব মদিনা ভার্সিটি থেকে গ্রাজুয়েট করা, একজন খতিবকে এই মাজার পূজারি সিন্নিখুর হত্যার উদ্দেশ্য হামলা করেছে

অথচ এই ব্রেইন ওয়াশ যুবকদের কেউই জানেনা যে, ছুন্নীদের মাজারপূজারী বলে যারা তাকফির করে আক্রমণ করে তারা কি মুছলিম থাকে? এছাড়াও তাকফির কতো ভয়ানক জিনিস। পড়ুনঃ তাকফির কি? তাকফিরের মূলনীতি ও ব্যখ্যা বিশ্লেষণ

আসলে দোষটা উঠতি বয়সের মুছলিম দাবিদার জাহিল পোলাপান এর নয়, দোষ হলো ভাড়াটিয়া মুল্লা, সোশ্যাল মুল্লা, টেলিভিশন মোল্লাদের এরা হুব্বে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম তো দূরের বিষয়, আদব টাও শিখায়নি

ওহাবি, ছ্বলাফি দেওবন্দী ঘরানার অধিকাংশই গোস্তাখ, বে আদব জাহিলএরা কেবল আবিদ বানানোর ব্যবসায়ী হয়েছে, অথচ তারাও জানে সবচেয়ে বড় আবিদ ছিলো আযাযিল, যে বুগজে আদমে লানতুল্লাহ হয়ে গেছে তার বে আদবির ফলেতার ইবাদত তাকে রক্ষাই করতে পারেনি অথচ ফুজায়েল বিন আয়াজ নামক খুনি ডাকাত সর্দার সাইয়্যিদুল আশিক হয়ে গেছে তার হুব্বে রছুলে

দেওবন্দি মুফতি মারুফ কাসেমি, প্রধান মুফতিঃ মারকাযুল কুরআন আস ছুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মিরপুর দাওরায়ে হাদীস ও তাখসিস ফিত তাফসীর, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলম মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা তিনি উনার ফেইসবুক পোষ্টে লিখেছেনঃ “উনি একজন লা-মাযহাবী শায়খ নামের ফেতনাবাজ, হামলা যে করেছে, সে অপরাধ করেছে, তবে, একটা বিষয় জেনে অবাক হলাম, হানাফি মসজিদ কে লা-মাযহাবী মসজিদে রুপান্তরিত করেছে, এই লা-মাযহাবী শায়খ, বিস্তারিত ভিডিও আকারে প্রকাশ করবো ইনশাআল্লাহ”

কথা হলো দেওবন্দীরা কি ছুন্নী? মাজারপন্থী? মিলাদ পন্থী? না, মুফতির বক্তব্য কি? যে শাতিম ইমামকে মারা হয়েছে সে ফেত্নাবাজআর আল্লাহ পাক আল কুরআন বলেছেনঃ (وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ) আর ‘ফিতনা’ তো হত্যার চেয়েও জঘন্য(২/১৯১) (وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ) ফিতনা তো হত্যার চাইতেও বড় (২/২১৭)

এবার আসি শাতিমের সহযোগীদের থেকে একজন ছুপা শাতিমের বিষয়ে, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার ফেইসবুকে একটা পোষ্ট দেয়

ডঃ মেহেদি হাসান নামের এক লোক যে (ICU In-Charge at Popular Medical College & Hospital) সে তার তার ফেইসবুকে একটা পোষ্টে বলেছে, “এই লোক কাল এক ইমামকে কুপিয়েছে নবীজির নামে কটুক্তি করার অভিযোগেইমাম সাহেবের দোষ, তিনি মিলাদকে বিদয়াত বলেনবলেছেন, নবীজির কাছে চাওয়া যাবে না, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবেনবীরা হলেন আল্লাহর বার্তাবাহক বা পিওনশব্দচয়নে সতর্ক হওয়া দরকার ছিলো - কিন্তু এখানে হেয় করা উদ্দেশ্য ছিলো নাএটুকু বলার কারণে এই হামলা করলো এই লোকটা তথাকথিত সুন্নি - যখন শাতিমরা নবীজির নামে জঘন্য কটুক্তি করে তখন এদের কোন খোঁজ থাকে নাথাবা বাবা, রাখাল রাহা, গালিবরা যখন কটুক্তি করে তখন এরা মুখে কুলুপ এঁটে বসে থাকেএদের তলোয়ার কেবল ওহাবিদের গর্দান পাইলেই গর্জে ওঠে এই হলো ডঃ মেহেদি হাসান এর বক্তব্য

এখন একিই কথা যদি কোন কাফের বলতো তাহলে দেখা যেত সারা দেশ উথলে উঠছে শাতিমের ফতোয়া দিয়ে অথচ একজন কাফের এর শান মান জানার প্রশ্নই আসেনা, যার ইলম নাই তাকে করা হয় তাকফির, আর যার আছে তার ব্যপারে হিকমাহ মুছলমান জানেওনা কখন কোথায় কার পক্ষে কার বিপক্ষে দাড়াতে হয় ঐ ইমামের পক্ষে না দাড়ালেও ঈমান যাবেনা, কিন্তু আল্লাজীর নিকট যদি এই কাম গোস্তাখি হয়, তাহলে যারা দাড়ালো তাদের তখন কি হবে? ব্যপার নাস্তিকদের মতই হয়ে গেলো, অথচ মুমিন থাকবে রিক্স ফ্রি

ডঃ মেহেদি হাসান বলেছে, ইমাম সাহেবের দোষ, তিনি মিলাদকে বিদয়াত বলেন, নবিকে পিয়ন বলেনএকারণে কি শাতিম হয়ে যাবেন? চিন্তা করা যায়, ডঃ মেহেদি হাসান নামের কবিরাজ ডাক্তারি ছেড়ে আহলে জিকির সাজে তখন দ্বীনের কয়টা বাজে?

এই ডাক্তার ও তার সেই শাতিম ইমাম জানেও না যেঃ পবিত্র ‘ঈদে মীলাদুন নবী’ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লাম আসলে কি? এছাড়াও এরা বিদআত কাকে বলে? দ্বীনের মধ্যে নতুন সব কিছুই কি বিদআত? কিছুই আসলে জানেনা।

তাদের জানা না জানায় আমাদের কিছুই আসে যায়না, তবে যে ইমাম রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়াছাল্লামকে মহান আল্লাহ তায়ালা উনার বিপরীতে পিয়ন বলে সে নিস্বন্দেহে শাতিমমহান আল্লাহ পাক যখন রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে ডাকতেন, তখন (يَا سَاعِي) হে পিয়ন বলে সম্বোধন করতেন?

আচ্ছা পিয়ন বাদ দিলাম, আল-কুরআনে মহান আল্লাহ তায়ালা কি সরাসরি মুহাম্মাদনাম ধরে রছুলুল্লাহ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম-কে কখনো ডেকেছেন?

উত্তরঃ হচ্ছে না, যদিও কুরআন শরীফে চারটি স্থানে মহান আল্লাহ তায়ালা “مُحَمَّدٌ” (মুহাম্মাদ) নাম উল্লেখ করেছেন, তবে কোথাও সরাসরি সম্বোধনের (নিদা/ডাক দেওয়ার) অর্থে ইয়া মুহাম্মাদ বলেননিবরং লক্বব বা মর্যাদাপূর্ণ পদবী দিয়ে সম্বোধন করেছেন

সেই চারটি আয়াত যেখানে মুহাম্মাদনাম মহান আল্লাহ তায়ালা ব্যবহার করেছেন সেগুলো হলোঃ

১. (وَ مَا مُحَمَّدٌ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِهِ الرُّسُلُ) মুহাম্মাদ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম তো কেবল একজন রছুলই ছিলেন; উনার পূর্বেও বহু রছুল গত হয়ে গেছেন (ছুরা আলে ইমরান ৩:১৪৪)

২. (وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ اٰمَنُوۡا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّ هُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّهِمۡ ۙ كَفَّرَ عَنۡهُمۡ سَیِّاٰتِهِمۡ وَ اَصۡلَحَ بَالَهُمۡ) মহান আল্লাহ তা’আলা তাদের সব গুনাহ খাতা মাফ করে দেবেন এবং তাদেরকে সংশুধন করে দেবেন যারা মুমিন ও ছ্বলেহ বান্দা হয়েছে, আর মুহাম্মদ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে কেননা এটা একান্তভাবেই তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য (ছুরা কিতাল ৪৭:২)

৩. (مُحَمَّدٌ رَّسُوۡلُ اللّٰهِ ؕ وَ الَّذِیۡنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الۡكُفَّارِ) মুহাম্মাদ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম আল্লাহর রসূল; আর যাঁরা তাঁর সঙ্গে রয়েছেন, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর সুরা আল-ফাতহ (৪৮:২৯)

৪. (مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِكُمۡ وَ لٰكِنۡ رَّسُوۡلَ اللّٰهِ وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ كَانَ اللّٰهُ بِكُلِّ شَیۡءٍ عَلِیۡمًا) মুহাম্মাদ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম তোমাদের পুরুষদের কারোরই পিতা ছিলেন না; বরং তিনি ছিলেন মহান আল্লাহ তায়ালা উনার রছুল এবং খতামুন নাবিয়্যিনআর মহান আল্লাহ তা’আলা সকল বিষয়ে অবগত(ছুরা আল-আহযাব ৩৩:৪০)

শুধুমাত্র এইসব আয়াত দিয়ে ধরলেই ঐ মুল্লার কাজ শেষ হয়ে যায়, মুল্লা নবিজী ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে পিয়ন বলে, চিন্তা করা যায়? ধরেন আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ কোম্পানি ধরা যায়, যার মালিক বর্তমানে আবুল কাসেম আর এমডি আবুল হাশেমমুহাম্মাদ তৌহিদ হোসেন গ্রুপের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেনএখন তিনি যদি ওয়ার্কারদের বলেন তোমাদের দাবী দাওয়া যা আছে মালিক আবুল কাসেমের নিকট বলবে, এমডি আবুল হাশেম তো একজন পিয়নএখন মালিক আবুল কাসেম আর এমডি আবুল হাশেম এটা শুনলে উপদেষ্টা তৌহিদ হোসেনকে কি প্রমোশন দিবেন? উনাকে কি একারণেই উপদেষ্টা বানানো হয়েছে? যে এমডিকে পিয়ন বলে পরিচয় দিবেন?

যাইহোক, মহান আল্লাহ পাক মুহাম্মাদ নাম ধরে কোথাও "يَا مُحَمَّدُ" বলে ডাকেননিবরং, যখন ডাকার প্রয়োজন হলো তিনি ডাকলেনঃ

১. یٰۤاَیُّهَا الرَّسُوۡلُ– হে রসূল!

মহান আল্লাহ তায়ালা বলেনঃ (یٰۤاَیُّهَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡكَ مِنۡ رَّبِّكَ) হে রসূল ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম! আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট যা নাযিল করা হয়েছে, তা পুরোপুরি পৌঁছে দিন (ছুরা আল-মায়েদাহ – ৫:৬৭)

২. یٰۤاَیُّهَا النَّبِیُّ–হে নবী!

মহান আল্লাহ তায়ালা বলেনঃ (یٰۤاَیُّهَا النَّبِیُّ اتَّقِ اللّٰهَ وَ لَا تُطِعِ الۡكٰفِرِیۡنَ وَ الۡمُنٰفِقِیۡنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیۡمًا حَكِیۡمًا) হে নবী ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম! আপনি মহান আল্লাহ তা’আলা উনাকে ভয় করুন এবং কাফের ও মুনাফিকদের অনুসরণ করবেন নানিশ্চয়ই মহান আল্লাহ তা’আলা সর্বজ্ঞ, প্রজ্ঞাবান (ছুরা আল-আহযাব – ৩৩:১)

৩. یٰۤاَیُّهَا الۡمُزَّمِّلُ - হে চাদরাবৃত মাহবুব

মহান আল্লাহ তায়ালা বলেনঃ (یٰۤاَیُّهَا الۡمُزَّمِّلُ قُمِ الَّیۡلَ اِلَّا قَلِیۡلًا نِّصۡفَهٗۤ اَوِ انۡقُصۡ مِنۡهُ قَلِیۡلًا اَوۡ زِدۡ عَلَیۡهِ وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا) হে চাঁদরাবৃত মাহবুব, আপনি ক্বীয়ামুল লাইল করুন, রাতের কিছু অংশ কিংবা অর্ধরাত্রি অথবা তার থেকে কিছু কম; অথবা বেশি (আপনার যেরূপ ইচ্ছা)আর আপনি কুরআন শরীফকে তিলাওয়াত করুন সুস্পষ্ট উচ্চারণে, ধীরে-ধীরে এবং তারতিলের সাথে (ছুরা আল-মুজ্জাম্মিল – ৭৩:১–২)

৪. یٰۤاَیُّهَا الۡمُدَّثِّرُ - হে বস্ত্রাবৃত মাহবুব

মহান আল্লাহ তায়ালা বলেনঃ (یٰۤاَیُّهَا الۡمُدَّثِّرُ قُمۡ فَاَنۡذِرۡ وَ رَبَّكَ فَكَبِّرۡ) হে বস্ত্রাবৃত মাহবুব! আপনি (মানুষকে) সতর্ক করার জন্যে উঠে পড়ুনআর আপনার প্রতিপালককে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করুন (ছুরা আল-মুদ্দাস্সির – ৭৪:১–২)

চিন্তা করুন, মহান আল্লাহ তায়ালা এইভাবেই সম্মানসূচক লক্বব দিয়ে সম্বোধন করেছেন উনার হাবীব ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে মহান আল্লাহ তা’য়ালা কুরআন শরীফে চারবার ‘মুহাম্মাদ’ নাম উল্লেখ করেছেন, কিন্তু একবারও ‘يَا مُحَمَّدُ’ বলে সম্বোধন করেননি বরং সবসময় সম্মানসূচক লক্বব ব্যবহার করে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম-কে সম্বোধন করেছেন, যা তাঁর সর্বোচ্চ মর্যাদা ও আখলাকের প্রতি ইঙ্গিত করে

এর পিছনে হাক্বিকতঃ ইমাম ইবনু কাসীর রহমতুল্লাহ সহ অন্যান্য তাফসিরকারগণ বলেন, “মহান আল্লাহ তা’য়ালা নবীজিকে কখনো নাম ধরে সম্বোধন করেননি, কারণ ‘নাম ধরে ডাকাতে আদব ও সম্মান কমে যেতে পারে, বরং মহান আল্লাহ তা’য়ালা সম্মান প্রদর্শনের জন্য লক্বব দিয়ে সম্বোধন করেছেন” (তাফসীর ইবনু কাসীর, সূরা তাওবা ৯:১২৮, সূরা আহযাব)

আর এই শয়তান ইমাম নাকি মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রী নিয়ে ইমাম হয়ে এসেছে, অথচ সে কীভাবে রহমাতাল্লিল য়া’লামিন উনাকে সম্বোধন করতে হয় শিখেনাইমহান আল্লাহ তায়ালা বলেনঃ (لَا تَجۡعَلُوا۟ دُعَآءَ ٱلرَّسُولِ بَيۡنَكُمۡ كَدُعَآءِ بَعۡضِكُم بَعۡضٗا) তোমরা রছূলুল্লাহ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে ডাকার পদ্ধতিকে একে-অন্যকে ডাকার মতো সাধারণ করে তুলো না(আল কুরআন ২৪/৬৩)


ভিডিওর বক্তব্যে আমরা শোনতে পাচ্ছি যে, আক্রমণকারী উম্মতের দাবী হচ্ছে সে মিলাদ শরীফ বিদআত ও নবীজিকে পিয়ন বলা হয়েছে কি না, হলে কিজন্য তার ব্যাখ্যা জানতে চাইছিলো, কিন্তু মসজিদ কমিটি তাকে সেটার সুযোগ দেয়নি। তাহলে এই ঘটনার জন্যে মূল দায়ী হলো ঐ কাল্প্রিট ইমাম ও মসজিদ কমিটি, ওয়াজ করবে মানুষের উদ্যেশ্যে আর মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ চাইলে দিবেনা? এটা তো হবেনা।

অতএব হামলাকারী ও তার অনুসারীদের দাবী অনুসারে এমনকি তার নিজের বক্তব্য অনুসারে এটা প্রমাণিত সে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে পিয়ন আর আল্লাহ তায়ালা উনাকে মালিক হিসেবে তুলনা করেছে, এরূপ তুলনাই গোস্তাখি যদি সে জেনে শোনে করে, এবং তার বক্তব্যে এটা স্পষ্ট যে সে নিজের মুখেই বলছে আমি এটা বলেছি, ফলে সে শাতিম বলে গন্য হয়েছে, আর শাতিম এর একমাত্র শাস্তি শরিয়ত অনুসারে কতল করা খিলাফতের খলিফার অধিনেএখন তো খিলাফত নাই মানুষ কি করবে?

কিতাবঃ আশ-শিফা – ক্বাযী ইয়া’য রহমতুল্লাহ বলেন, “যদি কেউ এমন কিছু বলে যা নবুয়তের সম্মান ও মর্যাদাকে হ্রাস করে, তবে তা স্পষ্ট গোস্তাখি ও কুফরি কথা

কিতাবঃ আস-ছারিমুল মাসলূল – ইবনে তাইমিয়্যাহ বলেছেন, “নবীকে এমনভাবে তুলনা করা যা উনার মহান মর্যাদার বিরুদ্ধে যায় – তাতে তাওবা করলেও তাকে হত্যা করা বৈধ”

এখন একজন উম্মত, আশিকে রছুলের সম্মুখে যদি কেউ গোস্তাখী করে তাহলে সে কি করবে?

আমার মতে আম পাবলিক/অমুছলিম হলে তাকে প্রথমে সুন্দর করে শানে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম বুঝাবে। যদি বুঝানোর পরেও গোস্তাখী করে, শাতিম হয়ে তাহলে তাকে শাস্তি দিতে চাইলে দেশি আইনে যে বিচার হবে ঐ শাস্তির বিপরীতে সেটা মেনে নেওয়ার মতো কলিজা নিয়েই শাস্তি দিতে হবে। আম পাবলিকের বেলায় বুঝানোর সাবজেক্ট থাকলেও কোন ছ্বলাফি, দেওবন্দি য়া’লীমের বেলায় বুঝানোর কিছুই নাই, হয় শাস্তি নয় ছ্ববর।  

আচ্ছাহ, চিন্তা করা যায়? মহান আল্লাহ পাক বললেন হাবিব আমি যেখানে রব্বুল য়া’লামিন (اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ) (আল কুরআন ১/১) আপনি সেখানে রহমাতাল্লিল য়া’লামিন (وَ مَاۤ اَرۡسَلۡنٰكَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ) (আল কুরআন ২১/১০৭) ছ্বহাবিদের বললেনঃ (یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقُوۡلُوۡا رَاعِنَا وَ قُوۡلُوا انۡظُرۡنَا وَ اسۡمَعُوۡا ؕ وَ لِلۡكٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ) হে মু’মিনগণ! তোমরা (নবীজিকে উদ্দেশ্য করে) “রঈনা” (আমাদের দিকে তাকাও) বলো না, বরং বলো, “উনজ্বুরনা” (আমাদের দিকে নজরে করম ফরমান) আর মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি(আল কুরআন ২/১০৪)

এক ছ্বহাবি একদিন মসজিদে নববিতে নামাজ পড়ানোর সময় কিবলার দিকে থুতু ফেলে, রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম দেখে তার পিছনে নামাজ নিষিদ্ধ করে দিলেন(আবু দাউদ শরীফ, হাদিছ নং ৪৮১ আন্তর্জাতিক) মিশকাতুল মাছাবিহ-এর ৭৮৭ নং হাদিছে বলা হয়েছে ঐ ইমাম রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লামকে কষ্ট দিয়েছে

মাকামে মুহাম্মদ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম, যে কিবলার চেয়েও বড় এটা আজকের মদিনা ইউনিভার্সিটির ডিগ্রীপ্রাপ্ত গোস্তাখেরা কি বুঝবে?

আসলে আমাদের মসজিদ মাদ্রাসায় মুফতি মাসুদ, ইমরান বিন বশিরের মতো দেওবন্দি, ছ্বলাফি গোস্তাখেরা সারাজীবন ইমামতি করে একসময় কেন নাস্তিক হয়ে যায় আমরা কি তা বুঝি? কেননা তারা শানে রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম বুঝেনা

শান কতটুকু?

সামান্য সাউন্ড নবীর সাউন্ড এর চেয়ে বেড়ে যাওয়ায়, মহান আল্লাহ পাক কুরআনে ধমকি দিচ্ছেন জ্বলিলুল ক্বদর ছ্বহাবি আবু বকর ও উমর রদ্বিয়াল্লাহু আনহুমাদের, যে গোস্তাখে রছুল এমন আমল যা কেউ করলে তার সকল নেক আমল বরবাদ করে দেওয়া হবে। (یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَرۡفَعُوۡۤا اَصۡوَاتَكُمۡ فَوۡقَ صَوۡتِ النَّبِیِّ وَ لَا تَجۡهَرُوۡا لَهٗ بِالۡقَوۡلِ كَجَهۡرِ بَعۡضِكُمۡ لِبَعۡضٍ اَنۡ تَحۡبَطَ اَعۡمَالُكُمۡ وَ اَنۡتُمۡ لَا تَشۡعُرُوۡنَ) (আল কুরআন ৪৯/২)

ঐ মসজিদ কমিটি আর জনতাগুলির ঈমান যে চলে গেছে এরা নিজেও জানেনাআবূ হুরাইরাহ রদ্বিআল্লাহু আনহু হতে বর্ণিতরছূলুল্লাহ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম বলেনঃ সেই মহান আল্লাহ তায়ালা উনার কছম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ (ততক্ষণ পর্যন্ত) প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা ও সন্তানাদি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই(বুখারি শরীফ ১৪, ১৫, ১৬)

পরিশেষেঃ মহান আল্লাহ তায়ালা বলেনঃ (لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا) নিশ্চয়ই রছুলুল্লাহ ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেই ব্যক্তির জন্য, যে মহান আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ ও আখিরাত দিবসে সফলতা লাভের আশা রাখে এবং অধিক পরিমাণে মহান আল্লাহ তা’য়ালার জিকির করে(সূরাহ আল-আহযাব ৩৩:২১)

জানার বিষয় হলো, আল্লাহ পাক কি পিয়নের মধ্যে, পিয়নের জীবন সমস্ত মানুষের জন্যে আদর্শ বলেছেন? পিয়নের জীবন আদর্শ হয়? পিয়ন আদর্শের মাপকাঠি? আল্লাহ পাক রছুলে পাক ছ্বল্লাল্লাহু য়ালাইহি ওয়া আলিহি ওয়া ছাল্লাম উনার শান মান বোঝাতে চাচ্ছেন খুলে খুলে, আর জানোয়ারগুলি নাস্তিকদের সহযোগিতা করছে ইহানত করাতে

আল্লাহু মুস্তা’য়ান।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুনঃ

এডমিন

আমার লিখা এবং প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বে আইনি।

0 ফেইসবুক: